কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (CHCP) প্রতি কর্মদিবসে কমিউনিটি ক্লিনিকে উপস্থিত থেকে সেবাপ্রদান করবেন এবং কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এর পাশাপাশি স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারী প্রত্যেকে সপ্তাহে নূন্যতম ৩ দিন করে (পূর্ব পরিকল্পনা অনুসারে) কমিউনিটি ক্লিনিকে সেবা প্রদান করবেন।

পরিবার কল্যাণ সহকারী সপ্তাহে ৩ দিন বাড়ি বাড়ি গিয়ে পরিবার পরিকল্পনা পরামর্শ দেওয়া, উদ্বুদ্ধকরণ, স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ উপযোগী সেবাগ্রহীতা সংগ্রহপূর্বক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ আনায়ন ইত্যাদি কার্য সম্পন্ন করবেন। একইভাবে স্বাস্থ্য সহকারী সপ্তাহে ৩ দিন তার জন্য নির্ধারিত মাঠ-কাজ সম্পাদন করবেন । উল্লেখ্য যে ইপিআই সেশনে স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারী উভয়ে অংশগ্রহণ করবেন। কমিউনিটি ক্লিনিক হতে প্রদেয় সেবাসমূহ লিপিবদ্ধ করা হলো।


কমিউনিটি ক্লিনিক উল্লেখযোগ্য সেবাসমূহ :

  • প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা
  • গর্ভবতী ও প্রসূতির স্বাস্থ্য সেবা
  • নবজাতক ও শিশু স্বাস্থ্য সেবা
  • পরিবার পরিকল্পনা সেবা
  • পুষ্টি সেবা
  • ইপিআই
  • সাধারণ রোগ ও জখমের চিকিৎসা সেবা
  • অসংক্রামক রোগ সনাক্তকরণ ও রেফারেল
  • কিশোর-কিশোরী ও নববিবাহিত দম্পতিদের সেবা
  • কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা প্রদান, জনগণের সচেতনতা বৃদ্ধি ও টিকা প্রদানে সহযোগিতা প্রদান
  • স্তন ও জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা প্রদান, জনগণের সচেতনতা বৃদ্ধি ও ভায়া স্ক্রিনিং, রেজিষ্ট্রেশন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ
  • জন্ম ও মৃত্যু নিবন্ধীকরণ
  • জরুরি ও জটিল রোগীর রেফারেল সেবা
  • স্বাভাবিক প্রসব (প্রযোজ্য ক্ষেত্রে)
  • কমিউনিটি ক্লিনিকের কর্মএলাকার জনগণকে খানাভিত্তিক অনলাইন রেজিষ্ট্রেশন ও হেলথ আইডি কার্ড প্রদান
  • অন্যান্য সেবা

 

কমিউনিটি ক্লিনিকের সেবাদাতা ও সেবাদানের সময় ও প্রক্রিয়া:

 

১.    সরকারি ছুটির দিন ব্যতীত সপ্তাহে ৬ দিন (শনিবার হতে বৃহস্পতিবার) সকাল ৯:০০ টা হতে বিকাল ৩:০০ টা পর্যন্ত কমিউনিটি ক্লিনিক খোলা থাকে।


২.   কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) প্রতি কর্মদিবসে কমিউনিটি ক্লিনিকে উপস্থিত থেকে সেবাপ্রদান করেন এবং সিএইচসিপি এর পাশাপাশি স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারী প্রত্যেক সপ্তাহে নূন্যতম ৩ দিন করে (পূর্ব পরিকল্পনা অনুসারে) কমিউনিটি ক্লিনিকে সেবা প্রদান করেন।


৩.   কমিউনিটি ক্লিনিকের জন্য নির্ধারিত সময়ে কমিউনিটি ক্লিনিক খোলা রাখতে হবে। মাঠ পর্যায়ের কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারীর মধ্যে কে কবে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারকে কমিউনিটি ক্লিনিকে সেবাপ্রদানে সহায়তা করবেন তা যৌথভাবে পরিকল্পনা প্রণয়নপূর্বক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে বাস্তবায়িত হবে। অনুমোদিত কর্মসূচির ১টি কপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর প্রেরণ করতে হবে এবং ১টি কপি কমিউনিটি ক্লিনিকে টানিয়ে রাখতে হবে।


৪.   যে সকল এলাকায় পুষ্টিকর্মী আছে তাঁরা নিয়ম অনুযায়ী কমিউনিটি ক্লিনিক এলাকার নির্ধারিত কার্যক্রম কমিউনিটি ক্লিনিকে থেকে করবেন।


৫.   কমিউনিটি গ্রুপ ও কমিউনিটি সাপোর্ট গ্রুপের সদস্যবৃন্দ কমিউনিটি ক্লিনিকের সেবা প্রদান ও মান উন্নয়নে সহায়তা প্রদান করবেন।


৬.   এলাকায় স্বাস্থ্যসেবা প্রদান করেন- এমন গ্রাম্য চিকিৎসকদাই এবং অন্যান্য সেবাদানকারীমাদার সাপোর্ট গ্রুপ ও এনজিও কর্মীদেরকে UHFPO, UFPO & MOMCH কমিউনিটি ক্লিনিকের সাথে সম্পৃক্ত করে তাঁদের  সেবা নিশ্চিত করবেন।