Dc‡Rjv ¯^v¯’¨ Kg‡cø·, Kqiv, Lyjbv BDwbqb wfwËK KwgDwbwU wK¬wbK I wmGBPwmwc‡`i bvg I ‡dvb b¤^i Dc‡Rjvt Kqiv, †Rjvt Lyjbv µ. bs wmwm-Gi bvg BDwbq‡bi bv…
Read moreখুলনা জেলার কয়রা উপজেলার সাত ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের সমগ্র তথ্য নিয়ে আপনাদের জন্য উপস্থাপনা করেছি। যাতে খুব সহজে আপনাদের কাক্ষিত সেবা পেতে পারেন। কমিউনিটি ক্লিনিকে বর্তমানে ২৭ প্রকার ঔষধ এবং ২ প্রকার পরিবার পরিকল্পনা সামগ্রী সরবরাহ করা হয়। প্রতি কমিউনিটি ক্লিনিকে গড়ে বছরে ১.৫০ লক্ষ টাকার ঔষধ সরবরাহ করা হয়। অত্র কয়রা উপজেলায় প্রতিটি পুরাতন ওয়ার্ডে প্রায় ৬০০০জন জনগোষ্ঠীর জন্য ১টি করে কমিউনিটি ক্লিনিক নির্মিত হয়েছে। কয়রা উপজেলায় ৩২টি কমিউনিটি ক্লিনিক স্থাপিত হয়েছে। প্রতিটি সিসি-তে ১জন করে সিএইচসিপি মোট ৩২জন সিএইচসিপি: প্রতিদিন (ছুটি ব্যতিত) সকাল৯.০০টা হইতে দুপুর ৩টা পর্যন্ত প্রাথমিক স্বাস্থ্য সেবার পরামর্শ সহ প্রায় ২৬ প্রকারে ঔষুধ-পত্র ( স্টক থাকা সাপেক্ষে) বিনামূল্যে বিতরন করা হয়। এছাড়াও নিয়মিত টিকাদান কর্মসূচীসহ ও অন্যান্য জনস্বাস্থ্য গুরত্বপূর্ণ কর্মসুচী পরিচালিত হয়ে আসছে।
Social Plugin